আমরা আরও কয়েকটা উদাহরণ দেখব বিভিন্ন ডিস্ট্রিবিওশনের। উদাহরণগুলো বুঝার জন্য সাফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্স ও ফ্যাক্টরাইজেশন থিওরেমের ধারনা থাকতে হবে। এই থ্রেডের আগের অংশ এইখানে।
৫। ধরি একটা নরমাল ডিস্ট্রিবিওশন দেওয়া আছে, যার অজানা প্যারামিটার মিন μ এবং ভ্যারিয়্যান্স σ2 = 1। μ এর সাফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্স কি হবে?
নরমাল ডিস্ট্রিবিওশনের pdf,
দেওয়া আছে, ভ্যারিয়্যান্স σ2 = 1। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন σ = 1।
জয়েন্ট pdf হবে,
এখন লেখার সুবিধার জন্য আমরা খালি e এর পাওয়ার অংশটুকু নিয়ে কাজ করব।
ফ্যাক্টরাইজেশনের সুবিধার্তে (2) নং লাইনে x̄ আনা হয়েছে। (3) নং লাইনে ∑(xi – x̄) = 0, কারণ আমরা জানি কোন ডাটাসেটের ডাটা পয়েন্টগুলো থেকে সেই ডাটাসেটের মিন বিয়োগ করে, সবগুলো রেজাল্ট যোগ করলে শূন্য হবে। এখন আমরা (4) থেকে প্রাপ্ত রেজাল্ট (1) বসাব।
এইখানে,
আমরা gθ(t) খেয়াল করলে দেখতে পারি সাফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্স T(x) = x̄ হবে।
৬। ধরি একটা নরমাল ডিস্ট্রিবিওশন দেওয়া আছে, যার অজানা প্যারামিটার মিন μ এবং ভ্যারিয়্যান্স σ2 । μ, σ2 এর সাফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্স কি হবে?
ধরি,
জয়েন্ট pdf হবে,
এখন লেখার সুবিধার জন্য আমরা খালি e এর পাওয়ার অংশটুকু নিয়ে কাজ করব।
এখন এই মান (6) এ বসাই,
এইখানে,
আমরা gθ(t) খেয়াল করলে দেখতে পারি সাফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্স T(x) = (s2, x̄) হবে।
আরও দেখতে চাইলে:
- https://www.math.arizona.edu/~jwatkins/sufficiency.pdf
- https://online.stat.psu.edu/stat415/lesson/24/24.2
- https://nowak.ece.wisc.edu/ece830/ece830_fall11_lecture4.pdf
- http://www.ams.sunysb.edu/~zhu/ams571/Lecture7_571.pdf
- https://ocw.mit.edu/courses/mathematics/18-443-statistics-for-applications-fall-2003/lecture-notes/lec11.pdf
- http://www.statslab.cam.ac.uk/Dept/People/djsteaching/S1B-15-03-sufficiency-4.pdf