Discrete variable: যা নির্দিষ্ট সময়ের মধ্যে গণনা করে শেষ করা যায় এবং এর মানগুলো নির্দিষ্ট হয়।
যেমন: ক্লাসে যদি মোট ৫ জন স্টুডেন্ট থাকে, তাহলে স্টুডেন্ট সংখ্যা ১, ২, ৩, ৪, ৫ – এর মধ্যে যেকোনো একটা মান হবে। কখনই ৩.৫ বা ২.৪৬ এমন কোন মান হতে পারবেনা। ব্যাগের মধ্যে কয়টা বল আছে, কোন রুমে কয়জন মানুষ আছে, গাছে কয়টা ফল আছে, প্লেনে কয়জন যাত্রী আছে সব discrete।
Continuous variable: যা পরিমাপ করতে হয় এবং একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যেকোনো মান হতে পারে।
যেমন: মানুষের উচ্চতা, বয়স, ওজন, সময় ইত্যাদি। কারো বয়স যদি আমরা বলতে চাই, তার বয়স ৩৬ বছর ৮ মাস ১ সপ্তাহ ৩ দিন ৫ ঘণ্টা ১৩ মিনিট ৩৬ সেকেন্ড ৪৫ মিলিসেকেন্ড ৩২ ন্যানোসেকেন্ড …… চলতে থাকবে।
এখন বয়সের হিসাব শুধু বছরে করি, তখন বয়স একটা discrete variable। যেমন: ছেলেটা ২৬ বছর। সে ২৬ বছর ৩ মাস হলেও, আমরা খালি বলছি সে ২৬ বছর। আমরা খালি বছরের হিসাব বিবেচনায় নিচ্ছি, অন্যগুলা বাদ দিয়েছি। এইখানে একটা নির্দিষ্ট মান নিচ্ছে। রেঞ্জের মধ্যে সব মান নিচ্ছে না। তাই এইক্ষেত্রে বয়স discrete variable।
ঠিক একইভাবে অন্য continuous variable-গুলোকে আমরা কিভাবে discrete variable বানাতে পারি?
আরও পড়তে চাইলে:
- https://www.statisticshowto.com/probability-and-statistics/statistics-definitions/discrete-vs-continuous-variables/
- https://keydifferences.com/difference-between-discrete-and-continuous-variable.html
- https://stattrek.com/probability-distributions/discrete-continuous.aspx
- https://www.mathsisfun.com/data/data-discrete-continuous.html
- http://www.henry.k12.ga.us/ugh/apstat/chapternotes/7supplement.html
- https://college.holycross.edu/faculty/kprestwi/behavior/ESS/warAtt_cont_disc_variables.html