Conditional probability: ধরি দুইটা ইভেন্ট A ও B। ইভেন্ট B ঘটার সাপেক্ষে ইভেন্ট A হওয়ার যে প্রবাবিলিটি, সেইটাই হল ইভেন্ট A এর কন্ডিশনাল প্রবাবিলিটি। এই নোটেশন এইভাবে দেওয়া হয় – P(A|B) ।
এইখানে P(B) > 0
আমরা প্রবাবিলিটির সূত্র থেকে জানি:
সাধারণ ক্ষেত্রে যদি আমরা ইভেন্ট এর প্রবাবিলিটি বের করতে চাই, আমরা পুরা স্যাম্পল স্পেস কে বিবেচনা করি। একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরি একটা ডাই টস করলে 2 হওয়ার প্রবাবিলিটি কত?
এইখানে S পুরো স্যাম্পল স্পেস, A হচ্ছে 2 (কোন সংখ্যা) সংখ্যার ইভেন্ট এবং B একটা জোড় সংখ্যার ইভেন্ট।
এইখানে S = {1, 2, 3, 4, 5, 6}, A = {2}
P(A) = 1/6
এখন বলা হল একটা ডাই টসে একটা জোড় সংখ্যা উঠল, সংখ্যাটি 2 হওয়ার প্রবাবিলিটি কত? এইখানে শুরুতে স্পেসিফিক করে দেওয়া হয়েছে সংখ্যাটি একটা জোড় সংখ্যা। এইখানে স্যাম্পল স্পেস রিডিউস হয়ে B হয়ে যায়।
B = {2, 4, 6}, A = {2}
P(A|B) = 1/3
কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র থেকে যদি আমরা বের করতে চাই:
S = {1, 2, 3, 4, 5, 6}, B = {2, 4, 6}, A ∩ B = {2}
P(A ∩ B) = 1/6 , P(B) = 3 / 6
P(A|B) = (1/6) / (3/6) = 1/3
একটা উদাহরণ দেখি:
একটা ফ্লাইট সময়মত ডিপার্ট করার প্রবাবিলিটি P(D) = 0.83; সময়মত অ্যারাইভ করার প্রবাবিলিটি P(A) = 0.82; এবং সময়মত ডিপার্ট ও অ্যারাইভ করার প্রবাবিলিটি P(D ∩ A) = 0.78 হলে প্রবাবিলিটি বের করতে হবে
(i) সময়মত ডিপার্ট করার সাপেক্ষে সময়মত অ্যারাইভ করবে
(ii) সময়মত অ্যারাইভ করার সাপেক্ষে সময়মত ডিপার্ট করবে
[N.B. আমার সুবিধার্থে সকল সংখ্যা ইংলিশে লেখা]
আরও পড়তে চাইলে:
- Walpole, R. E. et al (1985). Probability and statistics for engineers and scientists. New York: Macmillan.
- https://www.statisticshowto.com/probability-and-statistics/statistics-definitions/conditional-probability-definition-examples/
- https://www.mathsisfun.com/data/probability-events-conditional.html
- http://www.stat.yale.edu/Courses/1997-98/101/condprob.htm
- https://www.probabilitycourse.com/chapter1/1_4_0_conditional_probability.php
- https://www.investopedia.com/terms/c/conditional_probability.asp
- https://setosa.io/conditional/?utm_campaign=Data_Elixir&utm_medium=web&utm_source=Data_Elixir_86
- https://www.onlinemathlearning.com/conditional-probability.html
- https://people.richland.edu/james/lecture/m170/ch05-cnd.html
- https://www.mathgoodies.com/lessons/vol6/conditional
- https://www.youtube.com/watch?v=bgCMjHzXTXs&t=565s