এরমধ্যে আমরা standard deviation (s) আর variance (s2) এর ব্যাপারে জেনেছি। কিন্তু একটা বিষয় লক্ষনীয় স্যাম্পলের s এবং s2 বের করার সময় আমরা N-1 দিয়ে ভাগ করি। কেন করি? শুধু N দিয়ে ভাগ করিনা কেন? Bessel’s correction: কিছু সূত্রে কারেকশন হিসেবে ’N-1’ দেখা যায়, এই কারেকশনকে Bessel’s correction বলে। স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্যাম্পল ভ্যারিয়েন্সের … Continue reading Bessel’s correction: why N-1?